রাজ্যের কারা দপ্তরে মোট শূন্য পদে সংখ্যা ৭৩০ টি ।এর মধ্যে ২৮৩ শূন্য পদ পূরণের প্রক্রিয়া চলছে ।মঙ্গলবার বিধানসভায় কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়ের আনীত এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান কারা মন্ত্রী সান্তনা চাকমা।
মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় কারা দপ্তরের মোট শূন্য পদের সংখ্যা কত তা জানতে চেয়ে একটি প্রশ্ন উত্থাপন করেন ।তারকা খচিত এই প্রশ্নের উত্তরে কারা মন্ত্রী সান্তনা চাকমা জানান ,কারা দপ্তরে বর্তমানে মোট শূন্য পদের সংখ্যা ৭৩০ টি ।এর মধ্যে ২৮৩ টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলছে ।যে ২৮৩টি শুন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলছে সেগুলি হল, পুরুষ কারা রক্ষী পদে 249 টি, মহিলা কারা রক্ষী পদে ১৪টি, সিনিয়র কম্পিউটার এসিস্ট্যান্ট পদে ১৬ টিএবং ফার্মাসিস্ট পদে ৪টি। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে বলে জানান কারামন্ত্রী সান্তনা চাকমা।
বিধানসভায় কারা মন্ত্রী সান্তনা চাকমা আরো জানান, বর্তমানে কেন্দ্রীয় কারাগারে দুজন চিকিৎসক এবং চারজন স্টাফ নার্স নিযুক্ত রয়েছেন ।এর পাশাপাশি অন্যান্য জেলা কারাগার এবং সাব কারাগার গুলিতে কারাবন্দিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতি সপ্তাহে একদিন করে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।