Friday, July 25, 2025
বাড়িখবররাজ্যচুরি যাওয়া বাইক উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল ট্রাফিক পুলিশ

চুরি যাওয়া বাইক উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল ট্রাফিক পুলিশ

এবার বাইক চেকিং এর সময় চুরি যাওয়া একটি বাইক উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পুলিশের ট্রাফিক বিভাগ। বাইকটি আমতলী থানা ধীন নিশ্চিন্তপুর এলাকার প্রসেনজিৎ চৌধুরীর। এদিন ট্রাফিক পুলিশের ডিএসপি দীপক কুমার সরকার এই সংবাদ জানিয়েছেন।

চুরি যাওয়া বাইক উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল ট্রাফিক পুলিশ। জানা গেছে, গত ১৯ জুলাই বিকেলে আমতলী থানাধীন নিশ্চিন্তপুর এর ইশান চন্দ্রনগর স্কুলের সামনে থেকে প্রসেনজিৎ চৌধুরীর একটি বাইক চুরি হয়। তিনি বাইকটি জনৈক মৃণাল কান্তি চৌধুরীর বাড়ির সামনে রেখে তার বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে যান।কাজ সেরে ফিরে এসে দেখেন তার বাইকটি নেই ।বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর কুড়ি জুলাই আমতলী থানায় একটি ডিডি এন্ট্রি করেন প্রসেনজিৎ চৌধুরী ।এদিকে ২১ জুলাই বিকেলে ট্রাফিক পুলিশের একটি দল এএসআই দীপক দত্তের নেতৃত্বে বটতলার জহর সেতুর নিকট ট্রাফিক চেকিংয়ে বসে। এই সময় ট্রাফিক আইন ভঙ্গকারী একটি বাইক ট্রাফিক পুলিশ আটকায়। বাইকের নাম্বার প্লেট টেম্পারিং করা ছিল। চালকের সাথে কোন কাগজপত্রও ছিল না। ইন্টারনেটে সংশ্লিষ্ট বাইকটি যখন ট্রাফিক পুলিশের কর্মীরা সার্চ করছিলেন তখন বাইক চালক সুযোগ বুঝে দৌড়িয়ে পালিয়ে যায় ।তাকে আর ধরা যায়নি ।পরে ট্রাফিক পুলিশ বাইকের নম্বর সার্চ করে জানতে পারেন চুরি যাওয়া বাইকটির মালিক প্রসেনজিৎ চৌধুরী ,পিতা প্রমথ চৌধুরী ,বাড়ি নিশ্চিন্তপুর এলাকায়। বুধবার ট্রাফিক পুলিশের ডিএসপি দীপক কুমার সরকার বাইকের মালিক কে ডেকে এনে তার হাতে বাইকটি তুলে দেন ।এদিন ট্রাফিক পুলিশের ডিএসপি দীপক কুমার সরকার এই সংবাদ জানান

ট্রাফিকের ডিএসপি দীপক কুমার সরকার জানান ,চলতি মাসের ১৫ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত রাজ্যে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানেই চলছে ট্রাফিক চেকিং ।এদিকে চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি নিশ্চিন্তপুর এলাকার প্রসেনজিৎ চৌধুরী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য