Monday, June 23, 2025
বাড়িখবররাজ্যশতদল সংঘ ক্লাবের বন্যা পীড়িতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন কর্মসূচী

শতদল সংঘ ক্লাবের বন্যা পীড়িতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন কর্মসূচী

বিগত কিছুদিন পূর্বে প্রবল বৃষ্টিপাতে ঘটিত বন্যায় রাজ্যের একটা অংশের মানুষের জীবন যাপন বিপযস্ত হয়ে পড়েছে । বন্যার ফলে যেভাবে নিজেদের বাড়ীঘড় ছেড়ে আশ্রয় নিতে হয়েছে শিবিরে , তেমনিভাবে দেখা দিয়েছে খাদ্যভাবও । এবার বন্যার পিড়িতদের পাশে দাড়ালেন রাজধানীর আশ্রম চৌমুনিস্থিত শতদল সংঘ ক্লাব । তারই পরিপ্রেক্ষিতে রবিবার ক্লাব প্রাঙ্গনে আয়োজিত হল বন্যা পীড়িতদের মধ্যে ত্রান সামগ্রী বিতরন কর্মসূচী । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের পূর্ব জোনের চেয়ারম্যান সুখময় সাহা,  আগরতলা পুর নিগমের ২৫ নং ওয়ার্ডের কর্পোরেটর সীমা দেবনাথ , এবং ক্লাবের সভাপতি পিযুষ ভৌমিক ও সম্পাদক অধীর দেবনাথসহ অন্যান্যরা ।  এদিন সংবাদ মাধ্যমকে শতদল সংঘ ক্লাবের সম্পাদক অধীর দেবনাথ জানান, প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় বিপযস্ত মানুষের পাশে রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যস্তরীয় নেতৃত্বরা দাড়িয়েছিলেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন । তাছাড়া রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি রাজধানীর পশ্চিম চন্দ্রপুর ও চন্দ্রপুর এলাকার পাশাপাশি ধলেশ্বরের কিছু কিছু জায়াগায়ও বন্যার জল উঠেছে যার ফলে হয়রানীর শিকার হতে হয়েছে বাসিন্দাদের । তাই ক্লাবের পক্ষ থেকে শিশুরা যারা রয়েছেন তাদের দুধ বিস্কুট এবং মায়েদের জন্য সামান্য চাল ডালের ব্যবস্থা করা হয়েছে যা উপস্থিত নেতৃত্বরা ভুক্তভোগীদের হাতে তুলে দেন । এদিনের কর্মসূচীকে কেন্দ্র করে বন্যা পীড়িত মানুষদের উপস্থিতি ছিল লক্ষনীয় ।   

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য