Wednesday, August 6, 2025
বাড়িখবররাজ্যপ্রতাপগড়ের ঋষি কলোনির শিবিরে আশ্রিতদের ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সাংসদ বিপ্লব কুমার...

প্রতাপগড়ের ঋষি কলোনির শিবিরে আশ্রিতদের ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে প্রশাসন। মঙ্গলবার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অধীন প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলের ত্রাণ শিবির পরিদর্শনে গিয়ে এই কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ।এদিন সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্তদের মধ্যে নিজ উদ্যোগে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন তিনি।

নিম্নচাপ এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জোড়া ফলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচুর বৃষ্টি হয়।রাজধানী আগরতলার নিচু এলাকা গুলিতে বৃষ্টির জল ঢুকে মানুষকে জলবন্দি করে ফেলে। ফলে সংশ্লিষ্ট এলাকার জনগণ সংলগ্ন শেল্টার হাউজে নিরাপদ আশ্রয় গ্রহণ করে ।এরমধ্যে রাজধানীর প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অধীন প্রতাপগড় ইংলিশ মিডিয়াম হাই হাই স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে ।মঙ্গলবার এই শিবির পরিদর্শনে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ।সাংসদের সাথে ছিলেন এলাকার কর্পুরেটর তথা ডেপুটি মেয় র মনিকা দাস দত্ত ,বিজেপি নেত্রী পাপিয়া দত্ত ,প্রতাপগড় মন্ডলের সভানেত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এদিন ত্রাণ শিবিরে আশ্রিতদের সাথে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। শিবিরে আশ্রিতদের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন তিনি।এই প্রসঙ্গে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন ,ভারী বৃষ্টিপাত হলে প্রতি বছর হাওড়া নদীর জল ফুলে ফেঁপে শহরের নিচু এলাকাগুলিকে প্লাবিত করে তোলে ।ফলে মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে হয়। তিনি আরো জানান ,জলের নিকাশি ব্যবস্থার জন্য কাজ করে চলছে সরকার ।বর্তমানে ত্রাণ শিবিরে আশ্রিতদের ঘরে ফেরার সময়। এই সময় তাদের মধ্যে নিজে থেকে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রি বিচরণ করার উদ্যোগ গ্রহণ করেছেন তিনি ।তিনি জানান, ক্ষতিগ্রস্তদের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন।

প্রসঙ্গত উল্লেখ্য যে ভারী বর্ষণে রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার সংবাদ পেয়ে রাজ্যের ছুটে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। সোমবার তিনি রাজধানীর বিভিন্ন জলমগ্ন এলাকাগুলি সফর করেন এবং সংশ্লিষ্ট এলাকায় ত্রাণ শিবিরে আশ্রিতদের মধ্যে নিজ উদ্যোগেই নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য