Monday, June 23, 2025
বাড়িখবররাজ্যনানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল বাবা লোকনাথের আবির্ভাব দিবস

নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল বাবা লোকনাথের আবির্ভাব দিবস

বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র দিন। তিনি ১৮১০ খ্রিষ্টাব্দে (বাংলা ১২১৭ সালের ১৮ জ্যৈষ্ঠ, তদনুসারে ৩১ মে) জন্মগ্রহণ করেছিলেন, এবং সেই দিনটি প্রতিবছর “লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস” হিসেবে পালিত হয়। এদিন লোকনাথ বাবার ভক্তজনেরা ভোরবেলা স্নান করে উপবাস রাখেন, লোকনাথ বাবার মন্দিরে গিয়ে তাঁকে ফুল, ধূপ, প্রদীপ, ফল ও মিষ্টান্ন নিবেদন করেন, বিভিন্ন স্থানে তাঁর জীবনী পাঠ, ভক্তিমূলক সংগীত ও কীর্তনের আয়োজন করেন, এবং  অনেক ভক্ত এই দিনটিকে রাত্রি জাগরণ ও সংকীর্তনের মাধ্যমে পালন করেন। লোকনাথ ব্রহ্মচারীকে অনেকেই “জীবন্ত ঈশ্বর” বলে মানেন। তাঁর প্রতি ভক্তিভাব এতটাই গভীর যে বহু মানুষ বিশ্বাস করেন তিনি আজও জীবিত আছেন এবং ভক্তদের কষ্ট দূর করেন। সেই বিশ্বাসকে পাথেয় করেই প্রতিবছরের ন্যায় এ বছরেও রাজধানীর লোকনাথ আশ্রমে লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে, লোকনাথ আশ্রমে এক ব্যক্তি জানিয়েছেন, শ্রী শ্রী লোকনাথ বাবার ১৩৫ তম তিরোধান দিবস। এছাড়াও গত শনিবারে অরবিন্দ সোসাইটিতে দু:স্থদের মধ্যে নিত্য সামগ্রীর জিনিসপত্র বিতরণ করার কর্মসূচি ও হাতে নেওয়া হয়েছে। এদিন সকাল থেকেই লোকনাথ বাবার আশ্রমে শুরু হয় বিশেষ পূজার্চনা। প্রথমে সকালে লোকনাথ আশ্রমে বাল্যভোগ প্রদান করা হয়। তারপরেই অনুষ্ঠিত হয় বিশেষ পূজার্চনা। অঞ্জলি প্রদান করেন ভক্তরা। দুপুর একটাই বিতরণ শুরু হয় মহা প্রসাদের। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র লোকনাথ বাবার মন্দির চত্বরে ভক্তসমাগম ছিল লক্ষনীয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য