Sunday, June 22, 2025
বাড়িখবররাজ্যচার দফা দাবিতে আউটসোর্সিং বিদ্যুৎ কর্মীদের ডেপুটেশন প্রদান

চার দফা দাবিতে আউটসোর্সিং বিদ্যুৎ কর্মীদের ডেপুটেশন প্রদান

অবিলম্বে বকেয়া বেতন ভাতা প্রদান এবং বেতন বৈষম্য দূরীকরণ সহ চার দফা দাবির ভিত্তিতে বিদ্যুৎ নিগমের এমডি’র নিকট ডেপুটেশন প্রদান করলো রাজ্যের আউটসোর্সিং বিদ্যুৎ কর্মীরা ।এদিন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই আউটসোর্সিং বিদ্যুৎ কর্মীরা এমডি’র সাথে দেখা করে ডেপুটেশন প্রদান করেন।

দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিদ্যুৎ দপ্তরে আউটসোর্সিং বিদ্যুৎকর্মীরা কাজ করে চলছেন ।মূলত তাদের উপর ভিত্তি করেই গোটা রাজ্যে বিদ্যুৎ পরিষেবা বহাল থাকে। কিন্তু গত চার থেকে পাঁচ মাসেরও বেশি সময় ধরে দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন আউটসোর্সিং বিদ্যুৎ কর্মীরা। কারণ যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে তারা কাজে যোগদান করেন, সেই কোম্পানির সাথে বিদ্যুৎ নিগমের টেন্ডার জানুয়ারি মাসেই বাতিল হয়ে গেছে। এর ফলে সংশ্লিষ্ট আউটসোর্সিং বিদ্যুৎ কর্মীরা গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না ।তাদের বেতন ভাতাও কম ।কেউ পাচ্ছেন ৬ হাজার টাকা করে ,আবার কেউ পাচ্ছেন ৮ হাজার টাকা করে ।এই অবস্থায় অবিলম্বে বকেয়া বেতন ভাতা প্রদান, আউটসোর্সিং বাতিল করে সরাসরি বিদ্যুৎ দপ্তরের অধীনে তাদের নিয়োগ করা, ইপিএফ এবং ইএসআই প্রদান করা ,শ্রমিক আইনে অন্তর্ভুক্ত করের অর্থ প্রদান করা প্রভৃতি ৪ দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরের এমডি’র নিকট ডেপুটেশন প্রদান করেন।এদিন কর্মীরা এই সংবাদ জানান।

এদিন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই তারা ডেপুটেশন প্রদান করেন। আউটসোর্সিং বিদ্যুৎ কর্মীদের দৃঢ় বিশ্বাস ,নিগম কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়গুলি বিবেচনা করে অবিলম্বে তাদের পক্ষে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য