রাজধানীর শ্রীলঙ্কা বস্তি এলাকায় বাইক দুর্ঘটনায় নিহত চার বছরের শিশুর শোকার্ত পিতা-মাতার সাথে দেখা করলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এই দুর্ঘটনায় ধৃত অভিযুক্তের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
গত সোমবার রাজধানীর চন্দ্রপুর সংলগ্ন শ্রীলঙ্কা বস্তি এলাকায় বাইক দুর্ঘটনায় আবির দাস নামে চার বছরের এক শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যু হয় ।বুধবার মৃত শিশুর শোকার্ত পরিবার-পরিজনদের সাথে দেখা করতে শ্রীলংকা বস্তি এলাকায় ছুটে যান প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।সাংসদকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত শিশুর শোকাহত পিতা মাতা ও পরিজনরা। শোকার্তদের সমবেদনা জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জানান ,এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়রাও মর্মাহত। তিনি আরো জানান, শোকার্য পরিবারের প্রতি সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের উদ্যোগ গ্রহণ করবেন তিনি। এই ঘটনায় ধৃত অভিযুক্তকে আইন অনুযায়ী যথোপযুক্ত শাস্তি প্রদানের দাবিও জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শ্রীলঙ্কা বস্তি এলাকার জনমনে তীব্র উত্তেজনা বিরাজ করছে ।এদিন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যকে কাছে পেয়ে এলাকাবাসী ধৃত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।