অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করে চাকরি প্রদানের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শিক্ষা দপ্তরের আধিকারীকের নিকট ডেপুটেশন প্রদান করল এসটিজিটি পরীক্ষার্থীরা। এদিন প্লে কার্ড হাতে নিয়ে শিক্ষা ভবনের সামনে জড়ো হওয়া চাকরি প্রার্থীরা জানান, তাদের নিয়োগ প্রক্রিয়া কেন আটকে রাখা হয়েছে তা তারা বুঝতে পারছেন না।
২০২২ সালের সেপ্টেম্বর মাসে শিক্ষা দপ্তর নবম এবং দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের লক্ষ্যে এসটিজিটি পরীক্ষার উদ্যোগ গ্রহন করে।কিন্তু প্রায় তিন বছর সময় গড়িয়ে যাচ্ছে এই পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হচ্ছে না পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করা হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার দরুন নতুন করে কোন পরীক্ষা ও গ্রহণ করা যাচ্ছে না এদিকে পরীক্ষার্থীদের মধ্যে অনেকেরই বয়সসীমা পেরিয়ে যাচ্ছে তারা আর পরবর্তী পরীক্ষায় বসতে পারবে না এই অবস্থায় অবিলম্বে ফলাফল প্রকাশ করে সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে মঙ্গলবার প্লে কর্ড হাতে শিক্ষা ভবনের সামনে জড়ো হন এসটিডি পরীক্ষার্থীরা, সেখান থেকে তাদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শিক্ষা দপ্তরের আধিকারিক এর নিকট ডেপুটেশন প্রদান করেন এই প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান কেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না পরীক্ষার ফলাফল কেন ঝুলিয়ে রাখা হচ্ছে সে সম্পর্কে তারা কিছুই জানেন না, তবে পত্রপত্রিকার মাধ্যমে শুনেছেন সংশ্লিষ্ট ক্ষেত্রে সুপ্রিম কোর্টে একটি মামলা রয়েছে এই মামলা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে কিন্তু সংশ্লিষ্ট মামলার সাথে ২০১২ সালের একটি মামলা ত্যাগ করে দেওয়া হয়েছে এর ফলেই নাকি পরীক্ষার ফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না বলে জানান তিনি তিনি আরো জানান এভাবে আর কতদিন তারা অপেক্ষা করবেন তা তারা বুঝতে পারছেন না তাই অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা দাবিতে শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শিক্ষা দপ্তরের আধিকারীকে নিকট ডেপুটেশন প্রদান করতে এসেছেন।
এদিনের এই ডেপুটেশন প্রদান কর্মসূচিতে শহর এবং শহরতলীর কিছু পরীক্ষার্থীরাই শামিল ছিলেন জানা গেছে অবিলম্বে চাকরি প্রদানের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের এসটিজিটি পরীক্ষার্থীরা একত্রিত হয়ে পুনরায় কিছুদিনের মধ্যেই আরও একটি ডেপোটেশন প্রদান করবে।