ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য হেল্প ডেস্ক চালু হলো। অটল বিহারী বাজপেয়ি রিজিওনাল ক্যান্সার সেন্টারে এই হেল্প ডেস্কের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন বিধায়ক তথা ক্যান্সার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রতন চক্রবর্তী।
ক্যান্সার আক্রান্ত রোগীদের সামাজিক ভাতা প্রাপ্তির ক্ষেত্রে নিয়মাবলী আরো সরলীকরণ করা হলো। বৃহস্পতিবার ক্যান্সার হাসপাতাল তথা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এই হেল্প ডেস্ক এর উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। এদিন হাসপাতালে হেল্প ডেস্কৎচালু করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা মন্ত্রী জানান ,দপ্তর ও সাধারন নাগরিকদের জন্য বিশেষ দিন এটি ।আগে ক্যান্সার প্যাসেন্ট যারা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হতেন বা চিকিৎসা করাতে আসতেন তাদের সামাজিক ভাতা পাওয়ার জন্য সিডিপিও অফিসে আবেদনপত্র জমা দিতে হতো। সিডিপিও অফিসগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকায় অবস্থিত হওয়ায় এই আবেদনপত্র জমা দিতে দেরি হতো এবং আবেদনপত্র গুলি প্রক্রিয়ার মাধ্যমে অফিসে আসতে অন্তত দুই থেকে তিন মাস সময় লাগতো । এমনও ঘটনা হয়েছে সামাজিক ভাতা মনজুর হয়েছে কিন্তু সংশ্লিষ্ট পেশেন্ট আর বেচে নেই। এখন এই হেল্প ডেস্ক চালু হওয়ায় হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীরা হাসপাতাল থেকেই সামাজিক ভাতা পাওয়ার জন্য আবেদন পত্র জমা দিতে পারবেন ।এতে সময় অনেকটা কম লাগবে ।তিনি আরো জানান ,সরকারি চাকরি করেন না এমন ক্যান্সার আক্রান্ত রোগী মাসের ২ হাজার টাকা করে সামাজিক ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
এদিন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় আরো জানান, এখন পর্যন্ত রাজ্যে ৪ হাজার ক্যান্সার পেসেন্ট রয়েছেন যারা সামাজিক ভাতা পাচ্ছেন ।আরো ১৫০ টি আবেদন পত্র জমা পড়েছে। চলতি মাসের মধ্যেই এই আবেদনপত্রগুলো মঞ্জুর করা হবে।