উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের উদ্যোগে গত অর্থবছরে নারিকেল উন্নয়ন বোর্ডের অধীনে পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর, বামুটিয়া, লেফুঙ্গা, জিরানীয়া, বেলবাড়ি, পুরাতন আগরতলা, ডুকলি, হেজামারা ও মান্দাই কৃষি মহকুমার মোট ২৫ হেক্টর জমিতে নারিকেল গাছ লাগানো হয়েছে। হেক্টর প্রতি ১৬০টি নারিকেল চারা অনুযায়ী মোট ৪ হাজারটি নারিকেল গাছ লাগানো হয়েছে। এজন্য মোট ১ লক্ষ ৮৮ হাজার ১৬০ টাকা ব্যয় হয়েছে। পশ্চিম জেলা উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ উপঅধিকর্তার কার্যালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে।