রবিবার রাজধানীর জগন্নাথ বাড়ি রোডস্থিত আই এম এ হাউসে অনুষ্ঠিত হল ভারতীয় ইতিহাস সংকলন সমিতির বার্ষিক সাধারণ সভা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুনোদয় সাহা এবং সংগঠনের সর্বভারতীয় সংগঠক ও ভারতীয় ইতিহাস সংকলন সমিতি ত্রিপুরা প্রান্তের সাধারন সম্পাদক সুকেশ কলই। এদিন শ্রী কলই সংবাদ মাধ্যমকে জানান বর্তমানে রাজ্যে এই সংগঠনের ৩৬ জন সক্রিয় সদস্য রয়েছে। এছাড়া রয়েছে প্রদেশ কার্যকরী কমিটি, এবং জেলা ভিত্তিক কমিটি রয়েছে ৪টি, আগামী ১,২ মাসের মধ্যে গঠিত হবে ৫ নং জেলা কমিটি যা পরবর্তী সময়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হবে বলে জানান তিনি। এদিনের কর্মসূচীকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।