শুধু নিজের মনের কথাই নয়, মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশের চিন্তাভাবনা জনগণের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। রবিবার রাজধানীর সিটি সেন্টার ব্যবসায়ী সংঘের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রীর ১২০ তম মন কি বাত অনুষ্ঠানে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা।
রবিবার সারাদেশের সাথে রাজ্যেও প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচারের আয়োজন করা হয় ।রবিবার রাজধানীর সিটি সেন্টার ব্যবসায়ী সংঘের উদ্যোগে সিটি সেন্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২০ তম মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে সকলে মিলে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শোনেন ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন বিষয় সহ দেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরেন প্রধানমন্ত্রী ।প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান বহিরাষ্ট্রেও সমাদৃত। আমরা যে সমস্ত ছোটখাট জিনিস গুলো নিয়ে ভাবি না মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী আমাদের সেই সমস্ত জিনিসগুলি নিয়ে ভাবান ।মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন ,আসন্ন পয়লা বৈশাখের কথা। বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে এই বর্ষবরণ ও বর্ষ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের চিন্তাভাবনা আমাদের সামনে তুলে ধরেন ।এই ধরনের অনুষ্ঠান বিশ্বের অন্য কোন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক আয়োজন করেন না।
১২০ তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অঙ্গদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন দেহের কোন কিছুই ফেলে দেওয়ার নয় তাকে পুনর্ব্যবহার করা যায়। এদিন প্যারা গেমসের কথাও মন কি বাত অনুষ্ঠানে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।