Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্য৫০ হাজার পরিবারকে সোলার প্ল্যান্ট স্থাপনের আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে: বিদ্যুৎমন্ত্রী

৫০ হাজার পরিবারকে সোলার প্ল্যান্ট স্থাপনের আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে: বিদ্যুৎমন্ত্রী

প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলী যোজনা- একটি পরিবেশবান্ধব ঐতিহাসিক প্রকল্প। যার মূল উদ্দেশ্য বাড়ির ছাদ বা টিনের চাল ব্যবহার করে সৌর ক্ষমতার অংশীদারিত্ব বাড়ানো এবং আবাসিক পরিবারগুলিকে তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে ক্ষমতায়িত করা। আজ বিধায়ক অভিষেক দেবরায় আনিত বেসরকারি প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। বেসরকারি প্রস্তাবটি হল ‘ত্রিপুরা রাজ্যের আবাসিক বিদ্যুৎ ভোক্তা হাউসিং অ্যাপার্টমেন্টগুলোর আবাসিক বিদ্যুৎ ভোক্তাদের পিএম মুফত বিজলী যোজনার আওতায় অন্তর্ভুক্তিকরণের জন্য এই সভা ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছে’। বেসরকারি প্রস্তাবটির উপর আলোচনা করেন বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা।

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যের সিংহভাগ বিদ্যুতের চাহিদা গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলি থেকে মেটানো হয়। গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলির ক্ষমতা ক্রমশ হ্রাস হচ্ছে। তাই জনগণের বিদ্যুতের চাহিদা মেটানোর উদ্দেশ্যে সৌরশক্তি ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলী যোজনার মাধ্যমে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদ্যুৎমন্ত্রী বলেন, ভারত সরকারের রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড রাজ্যে এই যোজনায় ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত ৫০ হাজার পরিবারকে সোলার প্ল্যান্ট স্থাপনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে। ৫ মার্চ পর্যন্ত এই যোজনায় অনলাইন পোর্টালে ১২,৮৮৯ জন রেজিস্ট্রেশান করিয়েছেন। ১৪৮ জনের বাড়িতে সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, ১ কিলোওয়াট সৌর প্ল্যান্ট স্থাপনে ৩৩ হাজার টাকা, ২ কিলোওয়াট সৌর প্ল্যান্ট স্থাপনে ৬৬ হাজার টাকা এবং ৩ কিলোওয়াট সৌর প্ল্যান্ট স্থাপনে ৮৫ হাজার ৮০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। এই ভর্তুকি ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত দেওয়া হবে। তিনি বলেন, সারা রাজ্যে এই কর্মসূচি জনপ্রিয় করার লক্ষ্যে বিভিন্ন ক্যাম্প করা হচ্ছে। এখন পর্যন্ত ৮টি মেগা ক্যাম্প সম্পন্ন হয়েছে। রাজ্যের সাধারণ জনগণের নিকট এই যোজনাকে আরও জনপ্রিয় করতে বিদ্যুৎমন্ত্রী রাজ্য বিধানসভার সদস্য সদস্যাদের নিজ নিজ বাড়িতে সোলার প্ল্যান্ট স্থাপন করার জন্য আহ্বান জানান। পরে বেসরকারি প্রস্তাবটি সভাকর্তৃক গৃহীত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য