ছয় দফা দাবির ভিত্তিতে পৌর নিগমের সামনে বিক্ষোভ প্রদর্শনে শামিল হলেন সাফাই মজদুর সংঘের কর্মীরা। পাশাপাশি এই দিন বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে পুর নিগমের মেয়র এর নিকট ডেপুটেশনও প্রদান করে আন্দোলনকারী সাফাই কর্মীরা। এদিন সংবাদমাধ্যমকে সংগঠনের এক কর্মী বলেন বাজারে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের তাছাড়া অনেকের চাকরি মেয়াদ ১৫ থেকে ২০ বছর হয়ে গিয়েছে কিন্তু তাদের নিয়মিত করন করা হচ্ছে না যেখানে নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি যদি কোন সরকারি প্রতিষ্ঠানে পাঁচ বছর চাকরি চালিয়ে আসেন তাহলে তাকে নিয়মিত করণ করা হয়। এছাড়া বিভিন্ন দপ্তরে কর্মরত সাফাই কর্মীরা অন্যান্য সরকারি যে সুযোগ-সুবিধা গুলো রয়েছে সেগুলো থেকে বঞ্চিত রয়েছেন বলে জানান তিনি। তাই একপ্রকার বাধ্য হয়েই সাফাই কর্মীরা ৬ দফা দাবিতে পুর নিগমের মেয়রের নিকট ডেপুটেশন প্রদান করেছেন বলে জানিয়েছেন। তাছাড়া রাজ্য সরকার যদি আগামী এক মাসের মধ্যে তাদের দাবি পূরণের মাধ্যমে নিয়মিতকরন যদি না করা হয়, তাহলে প্রায় পঞ্চাশ হাজার সাফাই কর্মী নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ার দেন তিনি।