Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্যপ্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়েছে রাজ্য ভিত্তিক কৃষি বিষয়ক কর্মশালা

প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়েছে রাজ্য ভিত্তিক কৃষি বিষয়ক কর্মশালা

কৃষকদের আর্থিক অবস্থার উন্নতির জন্য ভারত সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। তাই একদিকে যেমন কৃষি কাজে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে তেমনি দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষ-বাসের বিষয়ে সচেতন করার লক্ষ্যে নিয়মিত ভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজধানী আগরতলায় রাজ্য ভিত্তিক একদিনের এক কর্মশালা শুরু হয়েছে। এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন ভারতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের ত্রিপুরা রাজ্য শাখার প্রধান ড. বি ইউ চৌধুরী, প্রাণি সম্পদ এবং বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার, ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান এবং বাগিচা ফসল দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। এদিনের কর্মশালায় রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি তবে আইসিএআর ত্রিপুরা সেন্টারের প্রধান ডঃ বুরহান উদ্দিন চৌধুরী তাঁর লিখিত বক্তৃতা পাঠ করেন। মাননীয় রাজ্যপাল তার লিখিত ভাষণে সীমিত সেচ ব্যাবস্থা, ভূমিক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জগুলি তুলে ধরেন। তিনি উচ্চ ফলনশীল ধান ও ডাল, সুসংহত কৃষি ব্যবস্থা প্রণালী, আগাছা নিয়ন্ত্রণে এবং উত্পাদন বাড়াতে উইড ম্যাট প্রযুক্তি এবং উন্নত প্রজাতির মুরগি ‘টোকাবাড়ি’ ইত্যাদি উদ্ভাবনে আইসিএআর-এর প্রচেষ্টার প্রশংসা করেন। ডঃ চৌধুরী উল্লেখ করেন যে আইসিএআর-এর উদ্ভাবিত ধানের জাতগুলি রাজ্যের মোট ধান জমির 68 শতাংশ জুড়ে রয়েছে এবং নতুন উদ্ভাবিত জলবায়ু সহনশীল ধানের জাত সাধারণ জাতগুলির তুলনায় 60 শতাংশ কম জলের প্রয়োজন হয়। প্রধান অতিথি, রাজ্য সরকারের প্রাণী সম্পদ এবং মৎস্য দপ্তরের সচিব, শ্রীমতী দীপা ডি. নায়ার, ত্রিপুরার মাছ ও পশুপালন উৎপাদনের অগ্রগতি তুলে ধরেন, কৃষকদের জন্য কৃত্রিম প্রজনন, প্রশিক্ষণ এবং উন্নত সরঞ্জামের উপর জোর দেন। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ড. পি. বি. জামাতিয়া পাম তেল চাষ, জৈব পদ্ধতিতে চাষ, ড্রাগন ফলের চাষ এবং নতুন উদ্যান ফসলের প্রচার নিয়ে আলোচনা করেন, একই সাথে জলবায়ু-সহনশীল জাতগুলির পক্ষে কথা বলেন।

প্রজ্ঞা ভবনে আয়োজিত তিনদিন ব্যাপি কৃষি ভিত্তিক এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা সামিল হয়েছে। এই কর্মশালাটি ভারতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের ত্রিপুরা রাজ্য শাখা এবং পশ্চিম জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালার পাশাপাশি প্রজ্ঞা ভবনের কনফারেন্স হলে সামনে একটি প্রদর্শনেরও আয়োজন করা হয়েছে। এখানে উচ্চ ফলনশীল জাতের বীজ ফল সবজি সহ অন্যান্য সামগ্রী প্রদর্শনী হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য