সংবাদ প্রতিনিধি আগরতলা: স্কুল অব সাইন্সের ছাত্রছাত্রীরা আইবিপিএস মুম্বাই পরিচালিত ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক পরীক্ষার ফলাফল ২১ ফেব্রুয়ারী ঘোষণা করা হয়। ফলাফল প্রকাশের পর দেখা গেছে এই প্রতিষ্ঠানের বেশ কয়েকজন ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগে শীর্ষ স্থান অর্জন করেছেন, যা এই প্রতিষ্ঠানের জন্য গর্বের বলে মনে করছেন স্কুল অফ সাইন্স প্রতিষ্ঠানটির পরিচালন কর্তৃপক্ষ। পরিলক্ষিত হয়েছে, এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারীদের মধ্যে গৌতম শুক্লা দাস এসিটেন্ট ম্যানেজার পদের জন্য তপশিলি জাতি বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। স্যামুয়েল দেববর্মা জনজাতি বিভাগের মধ্যে এসিটেন্ট ম্যানেজার এবং ক্যাশ কাম জেনারেল ক্লার্ক উভয় বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন। অনিক দত্ত অসংরক্ষিত প্রার্থীদের মধ্যে মাল্টি-টাস্কিং স্টাফ পদে প্রথম স্থান অর্জন করেছেন। দেবজিৎ পাল এসিটেন্ট ম্যানেজার পদে অসংরক্ষিত প্রার্থীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন। এলোজিৎ দেববর্মা ক্যাশ কাম জেনারেল ক্লার্ক জনজাতি প্রার্থীদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছেন। শুভম ভট্টাচার্য মাল্টি-টাস্কিং স্টাফ পদে অসংরক্ষিত প্রার্থীদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছেন। সুবিনীতা দেব ক্যাশ কাম জেনারেল ক্লার্ক পরীক্ষায় অসংরক্ষিত প্রার্থীদের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছেন। অভিষেক দাস ক্যাশ কাম জেনারেল ক্লার্ক পরীক্ষায় তপশিলি জাতি প্রার্থীদের মধ্যে নবম স্থান অর্জন করেছেন। স্কুল অব সায়েন্সের অধ্যক্ষ, অভিজিৎ ভট্টাচার্য এই পরীক্ষায় সফল সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন। ব্যাংকিং এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের দিকে ছাত্রছাত্রীদের পরিচালিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এদিকে প্রতিষ্ঠানটি আসন্ন আরআরবি অফিসার স্কেল, আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও, এসবিআইক্লার্ক এবং অন্যান্য ব্যাংকিং পরীক্ষার জন্য ভর্তির ঘোষণাও দিয়েছে।