পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীর প্রয়াণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীর অকাল প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত ও মর্মাহত। তাঁর প্রয়াণে রাজ্য এক দক্ষ সংগঠক ও প্রশাসককে হারাল।’ শোক বার্তায় মুখ্যমন্ত্রী ঈশ্বরের কাছে প্রয়াত বলাই গোস্বামীর বিদেহী আত্মর সদগতি কামনা করেন এবং এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।