আইজিএম হাসপাতালে চক্ষু বিভাগে চোখের সমস্যা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই রোগীরা চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা পরিষেবা লাভকরছেন। গত ১১ ফেব্রুয়ারি, ২০২৫ আইজিএম হাসপাতালের চক্ষু বিভাগে এক চোখের ছানির অস্ত্রোপচার শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে আইজিএম হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চোখের সমস্যা নিয়ে আসা রোগীদের চিকিৎসা করেন। তাতে যাদের চোখের ছানির সমস্যা ছিল তাদেরকে বিনামূল্যে চোখের ছানির অস্ত্রোপচার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন মোট ২৬ জন চোখের ছানি পরা সমস্যার রোগীদের অস্ত্রোপচার করা হয়। এই অস্ত্রোপচারে ছিলেন আইজিএম হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডাঃ মধুসূদন দাস, ডাঃ শিউলি দাস ও ডাঃ শ্যামরূপ ভট্টাচার্য প্রমুখ। উক্ত অস্ত্রোপচারে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ ছাড়াও এই টিমে সাহায্যকারী হিসেবে ছিলেন নার্সিং অফিসার নূপুর চক্রবর্তী, ভবিতা কলই, নিতু দেববর্মা এবং সুমন ভট্টাচার্য। চোখের ছানির অস্ত্রোপচারের পর রোগীদেরকে চিকিৎসকগণ চোখের সঠিক যত্ন নেওয়ার পরামর্শ দেন এবং বিনামূল্যে প্রযোজনীয় ওষুধ ও কালো চশমা প্রদান করেন। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।