পুলিশ সপ্তাহ উপলক্ষে এক সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য আরক্ষা প্রশাসন। সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় বাইক রেলি সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে, তার ঐ অঙ্গ হিসাবে বুধবার দুপুরে আমতলী থানার উদ্যোগে সূর্যমনি নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনসিসি ক্যাডার এর ছাত্র-ছাত্রীদের এবং বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের নিয়ে সড়ক সুরক্ষা হিসেবে বাইক চালক এবং গাড়ি চালকদেরকে সচেতন করা হয়। এদিন ছাত্র-ছাত্রীদের আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার সড়ক সুরক্ষা বিষয় নিয়ে আলোচনা করেন এবং পরে আমতলী থানার সামনে আগরতলা সাবরুম জাতীয় সড়কে বাইক চালক এবং গাড়ি চালকদের সিট বেল্ট পড়ে নিজের জীবনকে মূল্য দিয়ে গাড়ি কিংবা বাইক চালানোর জন্য বিশেষভাবে সচেতন করে। এদিন ছাত্র-ছাত্রীদের সবদিক থেকে সহযোগিতা করেন আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার, সেকেন্ড অফিসার মৃণাল কান্তি পালসহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন যারা হেলমেট বিহীন ভাবে বাইক চালাচ্ছে, যারা হেলমেট লাগিয়ে বাইক চালাচ্ছে এবং যারা সিট বেল্ট ছাড়া গাড়ি চালাচ্ছে সবাইকেই ফুল দিয়ে বিশেষভাবে সচেতন করা হয়। তবে এদিন পুলিশ সপ্তাহ উপলক্ষে আমতলীর থানার এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে পথ চলতি মানুষ। এছাড়াও পুলিশের এই ধরনের উদ্যোগে তোমার সচেতন বাইক এবং গাড়ি চালকরাও সচেতন হওয়ার শিক্ষা পেয়েছে।