Monday, February 17, 2025
বাড়িখবররাজ্যপুলিশ সপ্তাহে স্কুল পড়ুয়াদের হাতে ন্যস্ত করা হলো ট্রাফিক পুলিশের দায়ভার

পুলিশ সপ্তাহে স্কুল পড়ুয়াদের হাতে ন্যস্ত করা হলো ট্রাফিক পুলিশের দায়ভার

পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজ্য পুলিশের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বুধবার আরো এক অভিনব কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য পুলিশ। এদিন রাজ্য পুলিশের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক আইনের উপর এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

গত ১৬ জানুয়ারী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাত ধরে সূচনা হয় ত্রিপুরা পুলিশ সপ্তাহ ।পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজ্য পুলিশের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের 150 বছর পূর্তির পর এবছরও প্রথম পুলিশ সপ্তাহ উদযাপিত হচ্ছে রাজ্যে। আইনের রক্ষা কর্তাদের সাথে জনসাধারণের সংযোগ স্থাপন, বিশেষ করে যুবসমাজকে আইনের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করার লক্ষ্যমাত্রা নিয়েই এবছরও পুলিশ সপ্তাহ উদযাপিত হচ্ছে রাজ্যে। তারই অংশ হিসেবে বুধবার আরো এক অভিনব কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য পুলিশ। এদিন রাজ্য পুলিশের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক আইনের উপর এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। এদিন গোটা রাজ্যের প্রায় ৫০০টি স্থানে এবং আগরতলা শহরের প্রায় ৩২ টি স্থানে এক যোগে স্কুল পড়ুয়াদের নিয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। এ বিষয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাফিক এসপি মানিক দাস জানান, ছাত্র-ছাত্রীদের মাধ্যমে ট্রাফিক সচেতনতা গড়ে তুলতে আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের এই কার্যক্রমের মাধ্যমে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে। ছাত্র-ছাত্রীদের মাধ্যমে সকলকে ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়ার উদ্দেশ্যে আজকের এই সচেতনতা মূলক কার্যক্রমের আয়োজন।

এছাড়াও পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে গোটা রাজ্যে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে বলে জানান ট্রাফিক এসপি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য