Monday, February 17, 2025
বাড়িখবররাজ্যনির্ভয়ে মানুষ রক্তদানে এগিয়ে আসছেন -মন্ত্রী রতন লাল নাথ

নির্ভয়ে মানুষ রক্তদানে এগিয়ে আসছেন -মন্ত্রী রতন লাল নাথ

সরকারি প্রচার এবং উদ্যোগের ফলেই মানুষের মধ্যে রক্তদান নিয়ে ভয়-ভীতি কমছে, জনগণ উৎসাহ নিয়ে রক্তদান এগিয়ে আসছেন। রবিবার বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্র বাদী কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশ এবং রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।

রবিবার রাজধানীর নজরুল কলা ক্ষেত্রে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশ এবং রাষ্ট্র বাদী শিক্ষক সংঘের ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ ।এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা ।এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ ।তিনি কথা বলেন রক্তদাতাদের সাথে। তাদের উৎসাহ প্রদান করেন মন্ত্রীসহ অন্যান্য অতিথিরা।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন,রাজ্যে রক্তদানের মত মহৎ কাজে মানুষ উৎসাহ সহকারে এগিয়ে আসছে ।তথ্য দিয়ে তিনি জানান ,রাজ্যের লোক সংখ্যা ৪২ লক্ষ। নিয়ম অনুসারে এক শতাংশ রক্ত অর্থাৎ বিয়াল্লিশ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় ।২০২২- ২৩ অর্থবর্ষে প্রথমবারের মতো রাজ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে ।মন্ত্রী আরো বলেন , রক্তদান নিয়ে মানুষের মধ্যে ভয়-ভীতি হ্রাস পেয়েছে। মানুষ এখন জন্মদিন ,বিবাহ বার্ষিকী ,মৃত্যুবার্ষিকী ইত্যাদি শুভ সামাজিক অনুষ্ঠানেও রক্তদান করছেন ।সরকারের প্রচার এবং উদ্যোগের ফলেই রক্তদান নিয়ে জনমনে উৎসাহ বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ এবং রাষ্ট্র বাদী শিক্ষক সংঘের সভ্য সভ্যাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য