Thursday, March 13, 2025
বাড়িখবররাজ্যসাংবাদিকদের পেনশন স্কিম সরলীকরণে সরকারের আপত্তি নেই -মুখ্যমন্ত্রী

সাংবাদিকদের পেনশন স্কিম সরলীকরণে সরকারের আপত্তি নেই -মুখ্যমন্ত্রী

পেনশন স্কিমের সরলি করনের ক্ষেত্রে সাংবাদিকরা বিষয়টি উত্থাপন করলে সরকার তা ভেবে দেখবে।এই ক্ষেত্রে সরকারের আপত্তি নেই। বুধবার বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর এক প্রশ্নের উত্তরে এই কথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। রাজ্য পুলিশের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে শহীদ পুলিশ কর্মীদের পুরস্কৃত করার বিষয়টি নিয়েও ভেবে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

সাংবাদিকদের পেনশন স্কিম আরও সরলিকরণ করার দাবি জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বুধবার বিধানসভায় বিরোধী দলনেতা সংশ্লিষ্ট বিষয়টি উত্থাপন করেন ।বিরোধী দলনেতা জানান, সাংবাদিকদের পেনশন স্কিমে যে গাইডলাইন দেওয়া হয়েছে তাতে অধিকাংশ সাংবাদিকদের ক্ষেত্রেই এই স্কিমের সুবিধা পেতে অসুবিধা হচ্ছে ।বিষয়টি ভেবে দেখার জন্য মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা জানান ,এই ক্ষেত্রে একটি এডভাইজারি কমিটি গঠন করা হয়েছে। অ্যাডভাইজারি কমিটির সদস্যদের সাথে আলোচনাক্রমে সাংবাদিকদের পেনশন স্কিমের গাইডলাইন তৈরি করা হয়েছিল ।বর্তমান সময়ে যদি সাংবাদিকরা বিষয়টি নিয়ে কথা বলেন তবে তা ভেবে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন ,সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকারে কোন আপত্তি নেই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য