প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার মহিলাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। ত্রিপুরার রাজ্যের বর্তমান সরকারও মহিলাদের কল্যাণে বিশেষ করে আর্থিক ভাবে তাদের স্বাধীন করে তোলার লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মঙ্গলবার রাজধানী আগরতলার কলেজটি এলাকার সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই মেশিন তুলে দিলেন। এদিনের এই কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আগরতলা পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কলেজটি লা এলাকায় বেশ কিছুদিন ধরে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নানা কারণে এটিকে চালু করা যাচ্ছিল না। কিছুদিন আগে তিনি নিজে এলাকার স্থানীয় মহিলাদের সঙ্গে বৈঠক করে এটিকে দ্রুত চালু করার উদ্যোগ গ্রহণ করেন। সেই সঙ্গে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করার জন্য যে সকল সামগ্রীর প্রয়োজন হয় এগুলো দেওয়ার অঙ্গীকার করে ছিলেন। এরই অংশ হিসেবে এই দিন তিনি প্রশিক্ষণ কেন্দ্রে মেশিনসহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী তুলে দেন। পাশাপাশি তিনি বলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নিজে এবং কেন্দ্র সরকার মহিলাদেরকে আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে। রাজ্য সরকারও এই কাজে এগিয়ে এসেছে এমন কি তিনি নিজেও সরকারের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন তাই এদিন এই সেলাই মেশিন সহ অন্যান্য সামগ্রী তুলে দেন। এখানে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু হয় স্থানীয় এলাকার মহিলারা বিশেষ করে যারা সেলাই শিখতে আগ্রহী তারা খুশি ব্যক্ত করেন।