Friday, January 17, 2025
বাড়িখবররাজ্যসাংসদ উন্নয়ন তহবিল থেকে জিবি হাসপাতালে দুটি গলফ কার্ট প্রদান করলেন সাংসদ...

সাংসদ উন্নয়ন তহবিল থেকে জিবি হাসপাতালে দুটি গলফ কার্ট প্রদান করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

রাজ্যবাসীর চিকিৎসা পরিষেবায় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে চলছে এজিএমসি তথা জিবি হাসপাতাল।সোমবার সাংসদ উন্নয়ন তহবিল থেকেৎজিবি হাসপাতালে দুটি গলফ কার্ট প্রদান করে এই কথা বলেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

সাংসদ উন্নয়ন তহবিল থেকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালকে দুটি গলফ কার্ট প্রদান করলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সোমবার জিবি হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গলফ কার্ট দুটির উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার,জিবি হাসপাতালের এমএস ডঃ শঙ্কর চক্রবর্তী এবং হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মীরা। এদিন উদ্বোধন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখী হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর জিবি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে হাসপাতালের এমার্জি বিভাগে চিকিৎসাধীন রোগীদের একটি বিভাগ থেকে অন্য বিভাগে চলাফেরার ক্ষেত্রে সুবিধার জন্য গলফ কার্ট প্রদানের আবেদন জানানো হয়েছিলো। সেই আবেদনে সাড়া দিয়ে নিজ সাংসদ উন্নয়ন তহবিল থেকে অর্থ ব্যয় করে আজ জিবি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে দুটি গলফ কার্ট তুলে দেন তিনি। তিনি আরো বলেন, রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে রাজ্যের জিবি হাসপাতাল ও এজিএমসি। বর্তমানে এই হাসপাতালে কিডনি প্রতিস্থাপন থেকে শুরু করে বিভিন্ন জটিল রোগের চিকিৎসাও সম্ভব হচ্ছে, যা রাজ্যবাসীর জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। রাজ্যের চিকিৎসা পরিসেবাকে আরো উন্নত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা স্বাস্থ্য দপ্তর নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। আর সেই প্রচেষ্টায় অংশীদারী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন সাংসদ।

রোগীদের উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে জিবি হাসপাতাল কর্তৃপক্ষের এই সুচিন্তিত মনোভাবকে সাধুবাদ জানান সাংসদ। অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে দ্রুততার সহিত এই দাবী পূরণের জন্য সাংসদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জিবি হাসপাতালের এমএস শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য চিকিৎসকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য