সংবিধান প্রনেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের প্রসঙ্গে করা মন্তব্য বেফাস মন্তব্য নয় ।পরিকল্পিতভাবে এই ধরনের মন্তব্য করা হয়েছে ।বৃহস্পতিবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি আয়োজিত রাজ্যভিত্তিক কনভেনশনে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন দলিত শোষণ মুক্তি মঞ্চের সাধারণ সম্পাদক রামচন্দ্র ডোম ।তিনি বলেন, এই ধরনের মন্তব্য তাদের চিন্তা ,ভাবনা এবং মননের প্রতিফলন ।গোটা দেশে এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। এই কনভেনশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সংগঠনের রাজ্য সভাপতি রতন ভৌমিক ,সাধারণ সম্পাদক সুধন দাস সহ অন্যান্যরা। এছাড়া এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পুলিটব্যুরু সদস্য মানিক সরকার বলেন ২০১৮ সালে বিজেপি সরকার দেওয়া একটিও প্রতিশ্রুতি পালন করছেন না। বিজেপি তরফ থেকে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসলে সরকার কর্মচারীদের সপ্তম পে কমিশন দেওয়া হবে। আর এই লালসার দিকেই পা বাড়িয়েছিলেন তৎকালীন সময়ে সরকারী কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা। কিন্তু এখনো পর্যন্ত সপ্তম পে কমিশন কার্যকরী করে নি বিজেপি সরকার এবং জনগণ যখন বুঝতে পেরেছেন বিজেপি সরকার ফাঁদে পা দেওয়া উচিত নয় তখনই সরকার পরিবর্তনের লড়াই ক্রমে ক্রমে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানানোর পাশাপাশি তিনি আরো বলেন রাজনীতিতে পরিবর্তনের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। সিপিআইএমের বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণকারীদের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাওয়াই তার উদাহরণ বলে।