Monday, February 17, 2025
বাড়িখবররাজ্যপরিবহন দপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অটো চালকরা

পরিবহন দপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অটো চালকরা

সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের জেরে টনক নড়লো পরিবহন দপ্তরের। জিবি থেকে বনিক্য চৌমুহনী রোডে বাঁকা পথে আদায় করা অটো পারমিট বাতিল করার সিদ্ধান্ত নিল দপ্তর ।মঙ্গলবার সংশ্লিষ্ট রোডের অটোচালকদের ডেকে দপ্তরের পক্ষ থেকে বিষয়টি জানিয়ে দেওয়া হয় ।পরিবহন দপ্তরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জিবি -বণিক্য চৌমুহনী রোডের অটো চালকরা।

জিবি থেকে চৌমুহনী পর্যন্ত রোডে সম্প্রতি পারমিট প্রাপ্ত অটোর সংখ্যা বেড়ে চলছিল। যদিও অটোর পারমিট প্রদান করা বন্ধ রেখেছে পরিবহন দপ্তর ।তাই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট রোডের অটোচালকদের মধ্যে খটকা লাগে ।তারা সম্প্রতি এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একদিনের কর্ম বিরতি পালন করেন ।সংশ্লিষ্ট সংবাদটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় ।এর ফলে টনক নড়ে পরিবহন দপ্তরের অধিকর্তাদের ।আধিকারিকরা বিষয়টি নিয়ে তদন্ত করে দেখতে পান সম্প্রতি জিবি থেকে বণিক্য চৌমুহনী রোডে সম্পূর্ণ বাঁকা পথে একাধিক অটোকে পারমিট দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পারমিট গুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর। শুধু তাই নয় কিভাবে এই পারমিট গুলি দেওয়া হলো, কারা এর সাথে জড়িত ,সেই বিষয়টিও খতিয়ে দেখতে শুরু করেছে দপ্তর।মঙ্গলবার জিবি থেকে বণিক্য চৌমুহনী পর্যন্ত অটোচালকদের ডেকে এনে আধিকারিকরা বিষয়টি জানিয়ে দেন ।দপ্তরের আধিকারিকদের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন অটো চালকরা ।এদিন সংশ্লিষ্ট রোডের অটোচালকদের পক্ষে পশ্চিম ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের সাধারণ সম্পাদক লিটন মোদক এই সংবাদ জানান ।এই ধরনের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য পরিবহন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের অভিনন্দন জানান তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য যে এই রোডে ৭০ থেকে ৮০টি অটো দীর্ঘদিন ধরে যাত্রী পরিষেবা প্রদান করে আসছে ।হঠাৎ করে অটোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রকৃত অটোচালকদের রুজি রোজগারে ভাটা পড়ে ।এই ঘটনায় সংশ্লিষ্ট অটোচালকেরা ২৫ ডিসেম্বর একদিনের কর্মবিরতি পালন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য