স্মার্ট সিটি আগরতলা কে বিদ্রুপ করছে আগরতলা পৌর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের লেলিন কলোনির ভঙ্গুর রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থাপনা। স্থানীয় কর্পোরেটরের এলাকার উন্নয়নে পাশে থাকা নির্বাচনী প্রতিশ্রুতি আর বর্তমান সময়ের নীরব ভূমিকায় ক্ষোভ বাড়ছে সংশ্লিষ্ট নগরবাসীদের।
স্মার্ট সিটির তকমা পেয়েছে রাজধানী আগরতলা ।এই দিসাতেই প্রতিটি এলাকায় এলাকায় চলছে কর্মযজ্ঞ। সংস্কার হচ্ছে রাস্তাঘাটের আর নালা নর্দমার ।এর ফলে নতুন সাজে সেজে উঠতে শুরু করেছে রাজধানী আগরতলা ।কিন্তু এর বিপরীত দৃশ্য লক্ষ্য করা গেল আগতলা পৌরনিগমের ৫ নম্বর ওয়ার্ড এলাকার লেলিন কলোনিতে। দীর্ঘদিন ধরেই এলাকার চলাচলের রাস্তার পিচের পলেস্তারা উঠে গিয়ে বিপদজনক হয়ে রয়েছে। এলাকায় ভঙ্গুর নালা নর্দমার জল রাস্তায় জমে রয়েছে ।এই দৃশ্য আগরতলা পৌর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের 79 টিলার লেলিন কলোনি এলাকার ।এই এলাকায় ৪২ পরিবারের বসবাস। স্থানীয়দের যাতায়াতের একমাত্র প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। এলাকার নালা নর্দমাগুলির অবস্থাও অথৈবচ ।স্থানীয়রা গোটা বিষয়গুলো একাধিকবার স্থানীয় কর্পোরেটরের কাছে তুলে ধরেছেন। শুধু তাই নয় ,এর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা ।কিন্তু ব্যবস্থা গ্রহণ এখনো অথৈ জলে ।এদিন এলাকার এই দুরবস্থার চিত্র ধরা পরল ক্যামেরায় ।আর সাংবাদিকদের কাছে পেয়ে স্থানীয় কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা ।শুনুন তাদের যন্ত্রণার কথা।
এদিন এলাকায় ঘুরে আরো জানা গেছে ,৭৯ টিলার লেলিন কলোনির বাসিন্দারা পানীয় জলও নিয়মিত পাচ্ছেন না ।বয়স্ক ভাতা পাওয়ার জন্য অনেকেই ওয়ার্ড অফিসে আবেদনপত্র জমা দিয়েছেন। কিন্তু তার এখনও কোন খোঁজ খবর নেই ।স্থানীয় কর্পোরেটরের সংশ্লিষ্ট ক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীন ভূমিকায় ক্রমশই ক্ষোভের পারদ চড়ছে এলাকাবাসীর।