অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ এনে জেসমিন আক্তারকে এলাকা থেকে উচ্ছেদের দাবীতে মেয়রের দ্বারস্থ রাজনগর এলাকার এলাকাবাসীরা।
এলাকাবাসীর অভিযোগ জেসমিন আক্তার প্রতিনিয়তই বিউটি পার্লারের আড়ালে দিন রাত ২৪ ঘন্টা বহিরাগতদের নিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকে, যা সমাজকে কলুষিত করছে ও ভবিষ্যৎ প্রজন্মের খারাপ বার্তা ছড়াচ্ছে। কেননা আমাদের আগামী প্রজন্ম ভাল মন্দ না বুঝা অবধি শিক্ষালয়ের পাশাপাশি সমাজ থেকেই শিক্ষা গ্রহন করবে, যা চিন্তার বিষয় হয়ে দারিয়েছে।
অন্যদিকে এলাকাবাসীর অভিযোগমূলে এলাকার বিধায়ক তথা মেয়র দিপক মজুমদার বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ন্যায় উনিও সমাজের প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে বিষয়টিকে মুখ্যমন্ত্রীর গোচরে নেবেন এবং আইনত যা ব্যবস্থা নেওয়ার দরকার তা নেবেন বলে।
বলা চলে এ ধরনের অসামাজিক কার্যকলাপের ফলে বিশেষ করে মেয়েরা প্রলোভিত হচ্ছে এবং দ্বিপথে পরিচালিত হচ্ছে। এর থেকে বাচার উপায় হিসাবে প্রত্যেকের নিজেদের সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে এগিয়ে আসা দরকার বলে মনে করছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা।