Monday, February 17, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআম্বেদকর সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে খোয়াইতে সিপিএম দলের পক্ষ থেকে...

আম্বেদকর সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে খোয়াইতে সিপিএম দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়

খোয়াই প্রতিনিধি,৩০শে ডিসেম্বর…… গণতন্ত্রের মন্দির অর্থাৎ সংসদে সাম্প্রতিক শীতকালীন অধিবেশনে সংবিধানের অন্যতম প্রণেতা বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সি পি আই এম সহ পাঁচ বাম দলের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করা হয়। তারই অঙ্গ হিসেবে সোমবার খোয়াইয়েও প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় সোমবার দুপুরে।এই দিনের কর্মসূচীতে সামিল হন মহকুমার বিভিন্ন প্রান্তের জাতি, উপজাতি ছাত্র যুব শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, জাতি, উপজাতি নারী, পুরুষ।আম্বেদকরের প্রতিকৃতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবী সম্বলিত প্লেকার্ড হাতে ধরে এই দিনের মিছিল শুরু হয় বেলা বারোটায় সি পি আই এম এর সুভাষপার্ক অঞ্চল কমিটির কার্য্যালয়ের সামনে থেকে।তার আগে পার্টির অঞ্চল কার্য্যালয়ের সামনে এসে জড়ো হন সবাই। পার্টির জেলা ও মহকুমা নেতৃবৃন্দকে সামনে রেখে পার্টির অঞ্চল কার্য্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিল নৃপেন চক্রবর্তী অ্যাভেনিউ ঘুরে স্বপনপুরী অতিথি নিবাসের সামনে দিয়ে পার হয়ে স্বামী বিবেকানন্দ সরণী হয়ে কোহিনূর শপিং কমপ্লেক্স অতিক্রম করে নেতাজী মূর্তির পাদদেশে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।সেখানে সি পি আই এম এর খোয়াই জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আলয় রায়কে সভাপতি করে প্রতিবাদ সভা শুরু হয়। বক্তব্য রাখেন পার্টির মহকুমা সম্পাদক নির্মল বিশ্বাস,জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ ভৌমিক ও মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য মনোজ দাস।প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় ক্যাবিনেটে তার মর্য্যাদাপূর্ণ আসনটিকেই কলঙ্কিত করলেন।সংবিধানের পবিত্রতা রক্ষার শপথ নিয়ে মন্ত্রীর আসনে বসে তিনি তার এই অতি নিম্নমানের কুরুচিপূর্ণ মন্তব্যের মধ্য দিয়ে শুধু আম্বেদকরকেই অসম্মান করলেন না।দেশের সংবিধানকেই অবমাননা করলেন।তার এই মন্তব্যের মধ্য দিয়ে সংবিধান সম্পর্কে স্বাধীনতা বিরোধী ও বৃটিশ সাম্রাজ্যবাদের দালাল বি জে পি দলের প্রকৃত চেহারাটাকেই তিনি কোটি কোটি দেশবাসীর সামনে উন্মোচিত করলেন।এটা এক ধরনের বর্বরতা।সংসদের ভেতরে এধরনের মন্তব্য করে সংসদের মান মর্য্যাদাকেই ভূ লুন্ঠিত করলেন। নিম্নরুচির পরিচয় বহনকারী এধরনের মন্তব্যের অপরাধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবী করেন বক্তারা।নেতৃবৃন্দ স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে দেশের সর্বস্তরের মানুষকে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য ও আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য