১৮৮৫ সালে আজকের এই দিনে অর্থাৎ ২৬শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। যা হল ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা পেতে শুরু করা প্রাচীনতম রাজনৈতিক সংগঠন। ১৯২৪ সালে বেলগামে অনুষ্ঠিত হওয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে গান্ধীজি দলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আজ সেই দিনটির শতবর্ষ পূর্ণ হওয়ায় এই দিনটিকে সারা দেশের সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনেও যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। এদিন গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেস নেতৃত্ব এবং গান্ধী ঘাটে গিয়ে গান্ধীজির শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে কংগ্রেস নেতৃত্ব। এদিন সাংবাদিকদের সামনে কংগ্রেস নেতৃত্ব পীযুষ কান্তি বিশ্বাস বলেন, বি আর আম্বেদকর নিয়ে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে বাধ্য করা হবে এবং আগামীদিনে এর প্রতিবাদে মাঠে নামবে কংগ্রেস বলে জানান তিনি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বিরজিৎ সিনহা, প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা।