Thursday, January 16, 2025
বাড়িখবররাজ্যসিপিআই এম রাজ্য দপ্তরে যথাযথ মর্যাদায় পালিত হল মাও সে তুং’র ১৩২তম...

সিপিআই এম রাজ্য দপ্তরে যথাযথ মর্যাদায় পালিত হল মাও সে তুং’র ১৩২তম জন্মদিন

বৃহস্পতিবার রাজধানী আগরতলা মেলারমাঠস্থিত সিপিআইএম সদর কার্যালয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে চিন সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা কমরেড মাও সে তুং’র ১৩২তম জন্মদিন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা পবিত্র কর সহ অন্যান্যরা। এদিন মাও সে তুং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃত্বরা। বলা যায়, চীনের আগ্রাসন নীতি ক্রমশ বেড়েই চলছে এবং চেষ্টায় রয়েছে ভারতের অরুণাচল প্রদেশ দখলের। যেখানে ভারতের অধিকাংশ রাজনৈতিক দল চীন বিরোধি। সেখানে বিপরীতভাবে ভারত বিরোধী চিনের প্রশংসায় মুখর সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর। এদিন সংবাদ মাধ্যমের সামনেই চীনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর। তিনি বলেন, আজকের সময়ে দাঁড়িয়ে যেখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য কাজ চলছে, সেক্ষেত্রে মাও সে তুং বামপন্থীদের কাছে একজন শিক্ষক, প্রেরণাদায়ক। উনার জীবনাদর্শ ও পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যাবে দল বলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য