শহরে পানীয় জলের সঠিক ব্যবহার অপচয় রোধ এবং সেনিকেশন সংক্রান্ত বিষয়ে এক প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করল স্মার্ট সিটি প্রকল্প এই কচি কচি ভিড়ে অংশগ্রহণ করেন আগরতলা পৌর নিগমের নির্বাচিত এবং মনোনীত কর্পোরেটররা। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক শৈলেশ কুমার যাদব এই সংবাদ জানান।
আগরতলা পৌর নিগম এ পানীয় জল ও স্বাস্থ্য নিধি নিয়ে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে স্মার্ট সিটি প্রকল্পে আনা হচ্ছে এই পরিবর্তন সংশ্লিষ্ট বিষয় নিয়ে শনিবার আগরতলা পৌর নিগমের নির্বাচিত এবং মনোনীত কর্পোরেটরদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে স্মার্ট সিটি কর্তৃপক্ষ এই প্রশিক্ষণ শিবিরে জল অপচয় রোধ এবং সেনিটেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কর্পোরেটরদের অবগত করানো হয় এদিন প্রশিক্ষণ সে বিশ্বাসে সাংবাদিকদের এই কথা জানান স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক শৈলেশ কুমার যাদব।
প্রশিক্ষণ শিবিরে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের বিভিন্ন আর আধিকারিকরা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কর্পোরেটরদের অবগত করেন।