Friday, January 17, 2025
বাড়িখবররাজ্যবন্যা ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে দ্বিচারিতার অভিযোগ এনে সিপিআইএমের ডেপুটেশন

বন্যা ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে দ্বিচারিতার অভিযোগ এনে সিপিআইএমের ডেপুটেশন

বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান সহ রাধানগর এলাকার ও কাঁটাখালের বিভিন্ন সমস্যা নিয়ে সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলো সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অঞ্চল কমিটির এক নেতা বলেন, কয়েক মাস পূর্বের ভয়াবহ বন্যায় রাজধানীর ইন্দ্রনগর থেকে বিটারবন এলাকা পর্যন্ত কাটাখালের পাশে বসবাসকারী মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তী সময়ে সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তিন মাস অতিক্রান্ত হয়ে গেলে ওইসব এলাকার বহু মানুষ এখনো আর্থিক সহায়তা থেকে বঞ্চিত। তাই বঞ্চিতদের দ্রুত আর্থিক সহায়তা প্রদানের দাবী জানানো হয় এদিন। এছাড়াও কাঁটাখালের বাঁধ সংস্কার সহ রাধানগর ব্রিজে অবৈধ গাড়ি পার্কিং-এর বিষয় নিয়েও এদিন সদর মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য