শুক্রবার যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে পালিত হল ডঃ বি আর আম্বেদকরের ৬৯ তম প্রয়াণ দিবস । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণসহ অন্যান্য নেতৃত্বগণ।এদিন সংবাদ মাধ্যমকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান , সংবিধানকে মান্যতা দিয়ে সমস্ত দেশবাসীর মৌলিক অধিকার রক্ষার্থে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ডঃ বি আর আম্বেদকর আজ তাঁর দেখানো দিশাকে পাথেয় করেই এগিয়ে চলছে ত্রিপুরা প্রদে কংগ্রেস। পাশাপাশি সমাজ সেবার মাধ্যমে অস্পৃশ্যতা দূরীকরণের লড়াই করেছিলেন ডঃ ভীমরাও রামজি আম্বেদকর বলেও জানান তিনি।