ফ্রেডরিক এঙ্গেলস ছিলেন একজন জার্মান দার্শনিক, লেখক এবং সমাজ বিজ্ঞানী। তিনি মার্কসের সাথে মার্কসবাদের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত। তাই বৃহস্পতিবার রাজধানীর মেলারমাঠ স্থিত ত্রিপুরা সিপিআইএম রাজ্য দপ্তরে মহান দার্শনিক ফ্রেডরিক এঙ্গেলসের ২০৫ তম জন্মদিন পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ সিপিআইএম নেতৃত্বরা।এদিন সংবাদ মাধ্যমকে জিতেন্দ্র চৌধুরী জানান ফ্রেডরিক এঙ্গেলস মানব জাতির ইতিহাসে অন্যতম উচ্চারিত একটি নাম। তাই তাঁর ২০৫ তম জন্মদিনে আজ তাঁকে আমরা স্মরণ করেছি। আগামীদিনে কার্ল মার্কসের সাথে ফ্রেডরিখ এঙ্গেলসের সৃষ্ট মার্কসবাদকে সমাজে কার্যকরী করার চেষ্টা অব্যাহত থাকবে।তাছাড়া ফ্রেডরিখ এঙ্গেলস এবং কার্ল মার্কস মিলে একাধিক খণ্ডে রচিত ‘দাস ক্যাপিটাল’ নামক বইটি মানব জীবনের ইতিহাস বিবর্তনের, শোষণের এবং তা থেকে মুক্তির সবচেয়ে জীবন্ত দলিল। যেখানে উল্লেখিত আদর্শ পুঁজিবাদকে সমাজের সকল অংশের জনগণকে মেনে চলা উচিত বলে।