তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
নমো যুব যাত্রা কয়েকটি বিধানসভা এলাকা পার করে শনিবার তেলিয়ামুড়ায় আসেন এই বাইক র্যালী। শনিবার সকাল ১১ টা নাগাদ তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় স্বাগত জানানো হয় এই র্যালীকে। র্যালীকে স্বাগত জানিয়ে তেলিয়ামুড়া অম্পি চৌমুহুনী তে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় তেলিয়ামুড়া বিজেপি এবং যুব মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে। এই অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, যুব মোর্চা খোয়াই জেলা সভাপতি মানীক দেবনাথ, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, বিজেপি মন্ডল সাধারন সম্পাদক নন্দন রায়, গোপাল বর্মন, বিজেপি মন্ডলের সহ-সম্পাদক নিতিন কুমার সাহা সহ অন্যান্যরা। এদিনের এই অভ্যর্থনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত দেব বলেন,, প্রতিটা বিধানসভায় যুব কার্যকর্তাদের আত্মবিশ্বাস উচ্ছ্বাস এবং কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে চলার লক্ষ কে সামনে রেখে এই যুব যাত্রা। রাজ্যের সমস্ত যুবাদের এক সুত্রে বেধে রাজ্য সরকারের যে উদ্যেশ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন।।