বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাজধানী এক ভবঘুরে ।মৃতের নাম চন্দন চৌধুরী। বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর ।শনিবার সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পশ্চিম থানার পুলিশ।
শনিবার সকালে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পশ্চিম থানার পুলিশ ।মৃতের নাম চন্দন চৌধুরী ।বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে ।এদিন রবীন্দ্রভবন সংলগ্ন একটি দোকানের বারান্দা থেকে ঘুমন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয় ।তার সাথে একটি ব্যাগ ছিল। এই ব্যাগ থেকে তার নাম জানা যায়। কিন্তু তার বাড়ির ঠিকানা অজ্ঞাত ।স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। এদিন পশ্চিম থানার এক পুলিশ আধিকারিক জানান, মৃত ব্যক্তি সংশ্লিষ্ট এলাকায় রাতে আশ্রয় নিতেন ।দিনের বেলায় বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তি করতেন। মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে অনুমান পুলিশ আধিকারিকের।
শারীরিক অসুস্থতা ,দীর্ঘ সময় ধরে খাদ্যহীনতা এবং ঠান্ডা এই কারণেই এই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে স্থানীয়দের অনুমান ।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিম থানার পুলিশ।