Wednesday, November 20, 2024
বাড়িখবররাজ্যপৃথক অভিযানে সাফল্য জিআরপির, ২০০ বোতল এসকফ ও গাঁজাসহ ধৃত ৪

পৃথক অভিযানে সাফল্য জিআরপির, ২০০ বোতল এসকফ ও গাঁজাসহ ধৃত ৪

নেশাদ্রব্য পাচারের জন্য রেলস্টেশনকে বেছে নিচ্ছে বাইরের রাজ্যের পাচারকারীরা। আগরতলা রেলস্টেশনে এখন প্রায় প্রত্যেকদিন ধরা পড়ছে গাঁজা, ফেন্সিডিলের মতো উত্তেজক নেশাদ্রব্য। মঙ্গলবারও দুই দফায় পুলিশের অভিযানে গাঁজা, ফেন্সিডিল সহ নানা নেশাদ্রব্য বাজেয়াপ্ত হয়েছে। আগরতলার জিআরপি থানা, আরপিএফ যৌথ অভিযানে এগুলি উদ্ধার করেছে।বুধবার জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মঙ্গলবার সকালে আগরতলা রেলষ্টেশনের ১ নম্বর প্ল্যাট ফর্মের কাছে দুই মহিলা ও একজন পুরুষের কাছে ছয়টি প্যাকেটে ৪ কিলো ১৫৫ গ্রাম গাঁজা পায়। এগুলি বিহার নিয়ে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদে ধৃত তিনজন পুলিশকে জানিয়েছে, সপ্তাহে দুই থেকে তিনদিন তারা গাঁজা পাচার করতে আসা-যাওয়া করে। ধৃত তিনজনের বিরুদ্ধেই এনডিপিএস আইনে মামলা নিয়েছে রেল পুলিশ। এরমধ্যে মঙ্গলবার বিকালে আগরতলা রেলস্টেশনে অভিযান করে ২০০ বোতল এসকফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এগুলি বিহার থেকে ট্রেনে আগরতলায় আনা হয়েছিল। এই ঘটনায় আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়। এর মধ্যে আরো কারা যুক্ত আছে, কাদের এই মালগুলি ডেলিভারী দেওয়ার কথা, এ নিয়ে জিআরপি থানার পুলিশ উনাকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। দুইটি ঘটনায় ধৃত নেশাদ্রব্য পাচারকারীরা হল বিহারের সানি কুমার, রেশমী কুমারী প্রবেশ কুমার সিং এবং আসামের পূজাদেবী তাদের কে বুধবার জেল রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য