Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যবিধায়করা অনলাইন এবং অফলাইনে প্রশ্ন জমা দিতে পারবেন

বিধায়করা অনলাইন এবং অফলাইনে প্রশ্ন জমা দিতে পারবেন

বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনের জন্য বিধায়করা অনলাইন এবং অফলাইন দুইভাবেই প্রশ্ন জমা করতে পারবেন। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সর্বদলীয় বৈঠকের পর বিধানসভায় সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানিয়েছেন।

গত বছর থেকেরাজ্য বিধানসভাতেও “ই” বিধানসভা পদ্ধতি চালু হয়েছে ।দিল্লির একটি সংস্থা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছে ।কিন্তু এই সংস্থার নিয়ম হলো রাজ্যপাল বিধানসভার অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করার পর থেকেই বিধায়করা অনলাইনে প্রশ্ন পত্র জমা দিতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে রাজ্য বিধানসভার নিয়মে কোন উল্লেখ ছিল না ।সম্প্রতি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অনলাইনে প্রশ্ন জমা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। বিষয়টি তিনি বিধানসভার সচিব কে জানান ।তারপর ব্যবস্থা গ্রহণে উদযোগী হলে পরে কর্তৃপক্ষ এই সমস্যার কথা জানতে পারে যে এই বিধানসভা চালুর বিষয়ে বিধানসভার রুলসে কোন কিছু উল্লেখ নেই ।তাই রুলসে সংশোধন আনার প্রয়োজন হয়ে পড়ে ।এই সংশোধনী আনার জন্য বৃহস্পতিবার বিধানসভায় এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় ।সর্বদলীয় বৈঠকে অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল,চিফ হুইপ কল্যাণী রায়, সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও কংগ্রেস দলের পক্ষে বিধায়ক বিরজিৎ সিনহা, তিপ্রা মথাদলের পক্ষে বিধায়ক রঞ্জিত দেববর্মা, সিপিআইএম দলের পক্ষে বিধায়ক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং বিজেপি দলের পক্ষে মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন ।সর্বদলীয় বৈঠকে বিধানসভার রুলসে সংশোধনী আনার জন্য সর্বসম্মত ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।এদিন সর্বদলীয় বৈঠক শেষে বিধানসভায় রাজ্য সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের এই সংবাদ জানান। তিনি বলেন ,খুব সম্ভবত জানুয়ারি মাসে বিধানসভার শীতকালীন অধিবেশন হওয়ার কথা রয়েছে ।এই অধিবেশনে বিধানসভার রুলসে সংশোধনী আনা হবে ।এরপর থেকে সংস্থার নিয়মে বিধানসভার প্রশ্ন পত্র অনলাইনের মাধ্যমে দাখিল করা যাবে ।মন্ত্রী আরো জানান ,আসন্ন বিধানসভার অধিবেশনের জন্য বিধায়করা অনলাইন এবং অফলাইন দুই প্রক্রিয়ায় প্রশ্ন জমা করতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে গত বছর থেকে রাজ্য বিধানসভাতেও ‘ই’ বিধানসভা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডট কম এর যুগে উন্নয়নের পরিপ্রেক্ষিতেই রাজ্য বিধানসভায় ই বিধানসভা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য