Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যশহরকে যানজট মুক্ত রাখতে প্রশাসনের অভিযান শুরু

শহরকে যানজট মুক্ত রাখতে প্রশাসনের অভিযান শুরু

যানজট মুক্ত করে শহরকে গতিশীল রাখতে মাঠে নামলো পুলিশ প্রশাসন। বুধবার রাজধানীর বটতলা থেকে নাগের জলা পর্যন্ত পুলিশ আধিকারিকরা যানজট নিরসনে অভিযান সংঘটিত করে। অভিযানে যানজট সৃষ্টির কারণসমূহ চিহ্নিত করা হয়। সংশ্লিষ্ট বিষয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান আধিকারিকরা।

যানজটের কারণে রাজধানীর একাধিক এলাকায় যানবাহনের গতির নির্দেশিকা ট্রাফিক নিয়ম সাপোর্ট করছে না ।এতে সমস্যা আরো ঘনীভূত হচ্ছে ।এই অব্যবস্থা দূরীকরণে পদক্ষেপ নিতে শুরু করেছে পুলিশ প্রশাসন। এরই অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর বটতলা থেকে নাগের জলা পর্যন্ত সড়কে অভিযান সংঘটিত করে পুলিশ প্রশাসন ।এই অভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিক সুপার মানিক দাস, সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়, বটতলা পুলিশ ফাঁড়ির আধিকারিক সহ ট্রাফিক পুলিশের আধিকারিকরা। এদিন আধিকারিকরা বটতলা থেকে নাগের জলা পর্যন্ত রাস্তার উভয়দিকে অভিযান সংঘটিত করেন। অভিযানকালে সংশ্লিষ্ট এলাকায় যানজট সৃষ্টির বিভিন্ন কারণ তারা চিহ্নিত করেন ।পুলিশ আধিকারিকদের চিহ্নিত কারণ সমূহের মধ্যে অন্যতম হলো একাংশের ব্যবসায়ীরা তাদের যানবাহন রাস্তার উপরে রেখে দিচ্ছেন। এতে যানজটের সৃষ্টি হচ্ছে ।কিছু নথিভুক্ত হীন ভেন্ডার প্রধান সড়কের যেখানে সেখানে পসরা নিয়ে বসে যাচ্ছেন। এতে করে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিন এই অভিযান প্রসঙ্গে ট্রাফিক সুপার মানিক দাস জানান ,বটতলা থেকে নাগেরজলা পর্যন্ত এলাকায় যানবাহনের গতির নির্দেশিকা ট্রাফিক নিয়ম সাপোর্ট করছে না ।এই এলাকার যানবাহনের গতি স্বাভাবিকের চেয়ে কম রয়েছে ।এই অবস্থার উন্নয়ন করতে হবে ।চিহ্নিত কারণগুলির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ট্রাফিক সুপার মানিক দাস।

জানা গেছে বটতলা থেকে নাগের জলায় নয়, রাজধানীর আরও 14 টি পয়েন্টে এই ধরনের অভিযান সংঘটিত করবে পুলিশ প্রশাসন ।যানজট মুক্ত করে স্মার্ট সিটিকে আরো গতিশীল করার লক্ষ্যেই পুলিশ প্রশাসনের এই উদ্যোগ বলে জানা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য