Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যঅন্যকূট উপলক্ষে জগন্নাথ জিউ মন্দিরে প্রচুর ভক্তবৃন্দের সমাগম

অন্যকূট উপলক্ষে জগন্নাথ জিউ মন্দিরে প্রচুর ভক্তবৃন্দের সমাগম

দেশের বিভিন্ন স্থানের সাথে রাজ্যেও শনিবার অন্নকূট পূজা অনুষ্ঠিত হয় ।এই উপলক্ষে রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটে। জগন্নাথ দেবের উদ্দেশ্যে অন্নকূট উপলক্ষে ১০৮ প্রকারের ব্যঞ্জন সহ এক কুইন্টালও বেশি চালের পুষ্পান্ন ভোগ ও ৮ কুইন্টাল খিচুরির আয়োজন করা হয়।

শনিবার অন্নকুট পূজা ।অন্য মানে ভাত ,কূট অর্থ পাহাড়। সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিশেষ পার্বণ এই অন্নকুট পূজা ।এদিন দেশের বিভিন্ন স্থানের সাথে রাজ্যেও অন্নকূট পূজার আয়োজন করা হয়। এই উপলক্ষে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয় রাজধানীর জগন্নাথ ডিউ মন্দিরে। অন্নকূট উপলক্ষে জগন্নাথ মন্দিরে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম হয় ।ভক্তবৃন্দ প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে আরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এদিন এই অন্নকূট পূজা প্রসঙ্গে জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ ভক্তি কমল মহারাজ জানান ,প্রতি বছরের মতো এবারো জগন্নাথ মন্দিরে অন্নকূট পূজার আয়োজন করা হয়েছে ।এই উপলক্ষে এক কুইন্টালেরও বেশি চালের পুষ্পান্ন এবং 108 প্রকারের ব্যঞ্জন সহকারে প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগের আয়োজন করা হয়েছে ।তিনি আরো জানান, অন্নকূট পূজা উপলক্ষে ১০ হাজারেরও বেশি ভক্তবৃন্দের সমাগম হয়ে থাকে ।তাই সবার জন্য ৮ কুইন্টাল খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। খিচুড়ির সাথে অন্নকুটের প্রসাদ ভক্তবৃন্দকে বিতরণ করা হবে। সবাই যেন প্রসাদ পান তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

এদিন অন্নকূট উপলক্ষে রাজধানীর অন্যান্য দেবালয় এবং বেশ কিছু বাড়িঘরেও বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য