Friday, January 3, 2025
বাড়িখবররাজ্যকৃষ্ণনগর কদমতলা যুব সংস্থার কালী পূজা

কৃষ্ণনগর কদমতলা যুব সংস্থার কালী পূজা

সামনেই কালীপুজো ও দীপাবলির উৎসব। মাসের শেষ দিনেই কালীপুজো। দীপাবলি বিভিন্ন ধর্মীয় বিশ্বাস ও আঞ্চলিক প্রথা অনুযায়ী ভিন্নভাবে উদযাপন করা হয়। এছাড়া, এটি রামচন্দ্রের ১৪ বছরের বনবাস শেষে অযোধ্যা প্রত্যাবর্তনের উৎসব হিসেবেও স্মরণ করা হয়।এই আলোর উৎসবকে কেন্দ্র করে এ বছরও কৃষ্ণনগর কদমতলা যুব সংস্থা কালীপূজার আয়োজন করেছে।এই বছর তাদের থিম নেপালের গন্ডকী চন্ডী মুক্তিনাথ মন্দির। এদিন সাংবাদিকদের এক ক্লাব কর্তৃপক্ষ জানান প্রায় দেড়শ বছর ধরে চলছে এই কালীপুজো। পাশাপাশি প্রসাদ বিতরণ করা হবে। তাছাড়া, গোটা এলাকাকে আলোকসজ্জায় সাজানো হয়েছে এবং আগামী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে মন্দির। তাছাড়া আপামর রাজ্যবাসীকে পূজোয় আমন্ত্রণ জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য