শিশু এবং কিশোরদের সুস্থ রাখার লক্ষ্যে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। বৃহস্পতিবার পশ্চিম জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্হ শৈশব সুস্থ কৈশোর অভিযানের সপ্তম পর্বের কর্মসূচির উদ্বোধন করে বললেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।আগামী ৬ নভেম্বর পর্যন্ত রাজ্যব্যাপী এই কর্মসূচি চলবে।
বৃহস্পতিবার থেকে মুখ্যমন্ত্রী সুস্থ্য শৈশব সুষ্ঠু কৈশোর অভিযানের সপ্তম পর্বের কাজ শুরু হয়েছে ।আগামী ৬ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে ।প্রথম পর্যায়ে কাজ চলবে 24 থেকে 30 অক্টোবর পর্যন্ত ।এই কর্মসূচিতে মূলত ১ থেকে ১৯ বছরের সমস্ত শিশু ও কিশোর কিশোরীদের ক্রিমি নাশক ঔষধ খাওয়ানো হবে ।ছয় মাসের শিশু থেকে শুরু করে ১৯ বছর পর্যন্ত শিশু ও কিশোর ও কিশোরীদের আয়রন ফলিক এসিডের সাপ্লিমেন্ট দেওয়া হবে ।নয় মাসের শিশু থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত শিশুদেরকে ভিটামিন এ সাপ্লিমেন্ট প্রদান করা হবে। বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুষ্ঠু শৈশব সুষ্ঠু কৈশোর অভিযান ৭.০ এর আনুষ্ঠানিক সূচনা হয়। এর আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক মজুমদার ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পুরেটর অলক রায়, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা ,পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রঞ্জন বিশ্বাস সহ অন্যান্যরা। এদিন নির্বাচিত শিশুদের মধ্যে কৃমিনাশক ঔষধ খাইয়ে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।অনুষ্ঠান প্রসঙ্গে মেয়র বলেন ,পরিবেশের পরিবর্তন হচ্ছে ।এই সময়ে শিশু এবং কিশোর- কিশোরীদের নানাহ ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে ।শৈশব এবং কিশোরদের সুস্হ রাখার লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে ।শিশু থেকে শুরু করে কিশোর কিশোরীদের সুস্থ রাখতে মুখ্যমন্ত্রী সুস্থ্য শৈশব সুস্থ কৈশোর অভিযান একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি বলে মনে করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
মুখ্যমন্ত্রী সুস্থ্য শৈশব সুস্থ কৈশোর অভিযানে ২ লক্ষ ৬৭ হাজার ৫৯৯ জন শিশু, কিশোর ও কিশোরীদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে ।আয়রন ফলিক অ্যাসিডের সিরাপ খাওয়ানো হবে প্রায় ৫৮ হাজার ৭৪৬ জন শিশুদের ।গোলাপি রঙের আয়রন ফলিক এসিড খাওয়ানো হবে ৬৫ হাজার ৭৭৭ জন শিশুদের ।নীলবর্ণের আয়রন ফলিক এসিড খাওয়ানো হবে ১ লক্ষ ২৪ হাজার ৩২ জন শিশুদের। পাশাপাশি রাজ্যের ৭ হাজির ৩৭৭ জন শিশুদের ১০ বছরের টিটেনাস ডিপথেরিয়া টিকাকরণ করা হবে ।এছাড়া এই কর্মসূচির মাধ্যমে ১৫ বছরের ৮ হাজার ২৫৮ জন শিশুদের টিটেনাস ডিপথেরিয়া টিকাকরণ করা হবে।