খয়েরপুর এলাকার কুখ্যাত জমি মাফিয়া পরেশ ঘোষ গ্রেপ্তার। মঙ্গলবার রাতে পূর্ব থানার পুলিশ তাকে গ্রেফতার করে ।ধৃত জমি মাফিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে সুপর্দ করা হয়েছে।
রাজধানীর বাসিন্দা অপু রানী সাহা খয়েরপুর এলাকায় সম্প্রতি তার এক জমি বিক্রি করেন ।জমি বিক্রি করার জন্য অপূরানী সাহার কাছ থেকে ২ কোটি টাকা চায় খয়েরপুর এলাকার কুখ্যাত জমি মাফিয়া পরেশ ঘোষ ।টাকা পেতে অপু রানী শাহাকে ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে সে ।সম্প্রতি অপু রানী সাহা নিরুপায় হয়ে পূর্ব থানার পুলিশের দ্বারস্থ হন ।তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ পেয়ে পূর্ব থানার পুলিশ মঙ্গলবার অভিযান চালিয়ে খয়েরপুর থেকে জমি মাফিয়া পরেশ ঘোষ কে গ্রেফতার করে ।বুধবার সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই গ্রেপ্তারের সংবাদ জানান। তিনি জানান, ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে বুধবার আদালতে সুপর্দ করা হবে।
সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় আরো জানান , ধৃত অভিযুক্ত পরেশ ঘোষের বিরুদ্ধে এর আগে এই ধরনের কোন অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সংশ্লিষ্ট ঘটনায় তার সাথে জড়িত অন্যান্যদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।