Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যস্বামী বিবেকানন্দ ময়দানের ঘটনায় গ্রেফতার ২

স্বামী বিবেকানন্দ ময়দানের ঘটনায় গ্রেফতার ২

শারদ উৎসব চলাকালীন বৃহস্পতিবার রাতে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ ।ধৃতরা হল শানু চৌধুরী এবং রানাদীপ বিশ্বাস ।শনিবার সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানিয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের গ্যালারিতে একটি ঘটনা ঘটে ।এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ।ভিডিওটিতে দেখা যায় ,কিছু যুবক গ্যালারির উপরে গল্প করাকালীন সময়ে হাতাহাতিদের জড়িয়ে পড়ে। সেখান থেকে এক যুবককে মারতে মারতে গ্যালারি থেকে নিচে ফেলে দেওয়া হয় ।মারের চোটে যুবকটি গ্যালারির প্রতিটি সিঁড়িতে ঠোকর খেতে খেতে মাঠে গড়িয়ে পড়ে ।যুবকটির নাম আশাবুল হক। পুলিশ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি প্রত্যক্ষ করে ঘটনার তদন্ত শুরু করে ।এরই মধ্যে আহত যুবক থানার শরণাপন্ন হয় ।তার অভিযোগ পেয়ে এই মর্মান্তিক ঘটনায় জড়িত থাকার অভিযোগের ২ যুবককে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ। ধৃত দুই যুবক হল শানু চৌধুরী এবং রানাদিপ বিশ্বাস। পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এদের গ্রেফতার করেন ।শনিবার পূর্ব থানায় বসে এই খবর জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। তিনি জানান ,ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার আদালতে সুপর্দ করা হবে ।তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অপর যুবকদেরও গ্রেপ্তার করা হবে।

রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে ঘটনাটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল ।বিভিন্ন মহল থেকেই এই ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি উঠে।ঘটনায় জড়িতদের মধ্যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করায় জনমনে স্বস্তির ভাব ফিরে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য