Tuesday, November 12, 2024
বাড়িখবররাজ্যএজিএমসি তথা জিবি হাসপাতালে ৬৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

এজিএমসি তথা জিবি হাসপাতালে ৬৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

সৃজা হাসপাতাল ছাড়াও রাজ্যে আরও একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার সম্ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী। সোমবার এজিএমসি তথা জিবি হাসপাতালের ৬৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি জানান, সব শর্ত মানা হলে পরেই তাদেরকে জমি দেওয়া হবে।

৬৪ তম বর্ষ পেরিয়ে ৬৫ তম বর্ষে পদার্পণ করলো এজিএমসি তথা জিবি হাসপাতাল ।এই উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন বিদায়িকা মিনারানী সরকার, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা ,পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তার ডাক্তার অঞ্জন দাস ,মেডিকেল এডুকেশনের অধিকর্তা প্রফেসর ডাক্তার এইচ পি শর্মা ,এজিএমসির অধ্যক্ষ প্রফেসর ডঃ মানব কুমার সাহা ,উপাধ্যক্ষ ডাক্তার তপন মজুমদার ,জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান , তিনি নিজেও এখানে বহুদিন কাজ করেছেন। তখনকার সময়ের সঙ্গে এখনকার সময়ের হাসপাতালের পরিস্থিতির আকাশ পাতাল পার্থক্য রয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন ,রাজ্যে মেডিকেল কলেজ হবে তা ভাবতে পারিনি। এখন বাইরে থেকে বহু সংস্থা কলেজ করতে রাজ্যে আসছে। তিনি বলেন, রাজ্য সরকার তাদেরকে স্বাগত জানায়। তিনি আরো বলেন ,জিবি হাসপাতাল তথা এজিএমসি তে নয়টি সুপার স্পেশালিটি ওপিডি এবং ইনডোর চালু করার কথা রয়েছে ।এর মধ্যে পাঁচটি চালু হয়ে গেছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাকিগুলি চালু করার প্রচেষ্টা চলছে। তিনি আরো বলেন ,রাজ্যের চিকিৎসা পরিষেবার এত সব সুযোগ থাকার পরও মানুষকে বাইরে যেতে হয় তা মানা যায় না ।এই দিকটির কথা মাথায় রেখে রাজ্যে সুপার স্পেশালিটি স্তরের পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মনিপুরের সৃজা হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্যে সাতশ কোটি টাকা ব্যয় করে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়তে চায় ।তাদের জন্য জমির ব্যবস্থা করা হয়েছে। সরকারি নিয়ম মেনে কেবিনেটে তা পাস করে তাদেরকে জমি দেওয়া হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, শহর আগরতলায় আরো একটি জমি রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার জন্য ।তবে এই ক্ষেত্রে সুপার স্পেশালিস্টদের রাজ্যে সারাক্ষণ থেকে কাজ করতে হবে ।রাজ্যের স্পেশালিস্টদের কোন মতেই এই হাসপাতালে ব্যবহার করা যাবে না ।এইসব সর্ত মানা হলে পরেই তাদেরকে জায়গা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জি বি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন তথা বিধায়িকা মিনারানী সরকার ,রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা ,জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডঃ শংকর চক্রবর্তী প্রমূখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য