আগামী ৭ই অক্টোবর সন্ধ্যায় দশমী ঘাটের আধুনিক নিরঞ্জন ঘাটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।শনিবার আগরতলা পৌর নিগমের প্রশাসনিক বৈঠক শেষে এই কথা জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি আরো জানান পুজোর দিনগুলিতে নাগরিক প্রদান সহ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়টি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
দুর্গা পুজোকে সামনে রেখে অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে রাজধানীর প্রধান প্রতিমা নিরঞ্জন ঘাট দশমী ঘাট ।আগামী ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।শনিবার সংশ্লিষ্ট বিষয় নিয়ে আগরতলা পৌর নিগমের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন বৈঠক শেষে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সাংবাদিকদের এই কথা জানান। তিনি জানান, ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় দশমীঘাট চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।তিনি আরো জানেন ,শারদ উৎসবকে সামনে রেখে দশমী ঘাট সহ রাজধানী আরও বারোটি নিরঞ্জন ঘাটের সংস্কার সাধন করা হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন রাস্তাঘাট সংস্কার করা হয়েছে। বিভিন্ন স্থানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে ।দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
এদিন মেয়র আরো জানান, এবারের পুজোয় ডিজে মেশিন ব্যবহার না করার জন্য ক্লাবগুলোকে অনুরোধ জানানো হয়েছে। এই ক্ষেত্রে সরকারি নির্দেশ অমান্য করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।