বামগ্রেসের মিথ্যাচারের জবাব দিতে বিজেপির প্রতিবাদী মিছিলে শুক্রবার রাজধানীতে জন ঢল নামে। এই প্রতিবাদী মিছিল থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বিরোধীদের উদ্দেশ্য করে জানান ,বিভ্রান্তি ছড়িয়ে কোন লাভ হবে না। বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, জনগণের সামনে প্রকৃত সত্য তুলে ধরতেই সারা রাজ্যে এদিন এই ধরনের বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়েছে।
ইদানিং বিভিন্ন ভিত্তিহীন ইস্যু তুলে মাঠ গরম করতে শুরু করে বিরোধীদল কংগ্রেস এবং সিপিআইএম ।বেশ কয়েকটি কর্মসূচিও গ্রহণ করে তারা। তাদের বক্তব্য, জনগণের স্বার্থে কেন্দ্র এবং রাজ্য সরকার কোন কাজ করছে না ।বিরোধী রাজনৈতিক দলগলির এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে গর্জে উঠে শুক্রবার রাজধানীতে প্রতিবাদ মিছিল সংঘটিত করলো বিজেপি। এই প্রতিবাদ মিছিলে কেবলমাত্র রাজধানী এবং আশেপাশের এলাকার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। বিজেপির প্রতিবাদ মিছিল কে কেন্দ্র করে রীতিমত্তম জনঢল নামে রাজধানীর রাজপথে ।প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ।মিছিলে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ একাধিক মন্ত্রী বিধায়ক এবং প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ।প্রতিবাদ মিছিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, সম্প্রতি বিরোধী দলগুলো উল্টাপাল্টা বকে চলছে। এদের আজ জবাব দিল কর্মী সমর্থকরা ।বিরোধী দল গলির প্রতি তীব্র তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন ,জনগণকে বিভ্রান্ত করতে কংগ্রেস এবং সিপিএম হচ্ছে একে অন্যের সমার্থক। মুখ্যমন্ত্রী আরও বলেন ,জনগণ সরকার এবং দলের সাথে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি জনগণের আস্থা রয়েছে। সরকার এবং দল মানুষের স্বার্থে কাজ করে চলছে ।তাই এভাবে বিভ্রান্তি ছড়িয়ে বিরোধী দলগুলির কোন লাভ হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। এই কর্মসূচি প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন ,কিছুদিন ধরে কংগ্রেস এবং সিপিএম বিজেপি সরকারের ওপর বিভিন্ন মিথ্যা আরোপ এনে বদনাম করার চেষ্টা করে যাচ্ছে ।এই সমস্ত কার্যাবলী আদৌ গঠনমূলক নয়। তাদের লক্ষ্য মিথ্যা অভিযোগ এনে সরকারকে হেয় প্রতিপন্ন করা ।এর বিরুদ্ধে বিজেপি আজ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ।তিনি আরো জানান ,জনগণের সামনে প্রকৃত ঘটনা তুলে ধরতে সারা রাজ্যে শুক্রবার এই ধরনের মিছিল সংঘটিত করা হয়েছে।
এদিন এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ জানান ,রাজ্যের মানুষ বিরোধীদের পরপর দুটি নির্বাচনে দেখিয়ে দিয়েছে ।জনজাতিরাও বুঝতে পেরেছেন রাজ্যের সার্বিক প্রগতির স্বার্থে বিজেপির প্রয়োজন। তিনি জানান এরই প্রতিচ্ছবি লক্ষ্য করা গেল আজ বিভিন্ন অংশের জনগণের উপস্থিতিতে এই প্রতিবাদ মিছিলে।