চলতি বছরে সম্ভবত এ ডি সি ভিলেজ কমিটির নির্বাচন হতে পারে। এর আগে ঘর গোছাতে মরিয়া কংগ্রেস। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে হয় যোগদান সভা।এবার শান্তিরবাজার বিধানসভা এলাকায় থাবা বসালো কংগ্রেস। এদিন ৮ পরিবারের ৩৪ জন ভোটার তিপ্রামথা এবং জি এম পি দলত্যাগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলে যোগদান করেন।এছাড়া রয়েছে সিপিএম- দলেরও।প্রদেশ কংগ্রেস ভবনে এক যোগদান সভার মধ্যদিয়ে নবাগতদের কংগ্রেস দলে বরণ করে নেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। নবাগতদের দলে বরণ করে নেওয়ার পর কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন তারা বুঝতে পেরেছে একমাত্র কংগ্রেস দল মানুষের স্বার্থে কথা বলে। ফলে অন্য কোন দল করার কোন মানে নেই। পাশাপাশি এদিন তিনি আরও বলেন, উগ্রপন্থীদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্র সরকার এনএলএফটি ও এটিটিএফ – এর সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত করেছে। পাশাপাশি তাদের ২৫০কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু যারা উগ্রপন্থার দ্বারা ক্ষতিগ্রস্থ ও ভিটেমাটি ছাড়া হয়েছেন তাদেরকেও সরকারি প্যাকেজ ঘোষণা করে সাহায্য প্রদান করা প্রয়োজন। তার পাশাপাশি শান্তি বজায় রাখতে উগ্রপন্থীরা আত্মসমর্পণ করেছে এই উদ্যোগকে ধন্যবাদ জানাছে প্রদেশ কংগ্রেস। কিন্তু যাঁরা উগ্রপন্থী আক্রমণের শিকার হয়েছেন তাদের কথা ভাবে নি সরকার। তাই অতিসত্বর তাঁদের নিশ্চিত করে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হোক।