স্বচ্ছতা হি-সেবা প্রধানমন্ত্রী এই আহ্বান কে সামনে রেখে ও টি পি সি ত্রিপুরার উদ্যোগে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ উদয়পুরের রেল স্টেশন প্রাঙ্গণে। কর্মীরা গোটা এলাকা সাফাই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সারাদেশেই এ কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে ওটিপিসি ত্রিপুরা শাখা এই উদ্যোগে শামিল হয়। বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মেও ওটিপিসি নিজেদের নিয়োজিত রেখেছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সিইও সঞ্জয় গোয়েল সহ অন্যান্যরা। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি জারি থাকবে বলে শ্রী গোয়েল জানিয়েছেন।